করোনা মেকাবিলায় মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে রাজ্যের বৈঠক। রাজ্যের হাসপাতাল পরিকাঠামো নিয়ে তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। সেই কারণে সোমবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে বৈঠক। কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগে স্বাস্থ্য ভবনে পর্যালোচনার পর সেই তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে বলেও জানানো হয়েছে স্বাস্থ্যভবনের তরফ থেকে।