আজ রাত থেকে রবিবার বেলা পর্যন্ত হাওড়া-তারকেশ্বর লাইনে একাধিক ট্রেন বাতিল। বাইরখণ্ড থেকে তারকেশ্বরের মাঝে ব্রিজ মেরামতির জন ট্রেন চলাচল বন্ধ। ডাউন লাইনে আজ রাত ১০.৪৫ থেকে ট্রেন বন্ধ। রবিবার দুপুর ১টা পর্যন্ত ডাউন লাইনে ট্রেন থাকবে বন্ধ। আপ লাইনে রবিবার সকাল ১০.৪৫ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ। শনিবার রাতে ৩টি আপ ও ২টি ডাউন ট্রেন বাতিল। রবিবার সকালে ৭টি আপ ১৪টি ডাউন ট্রেন বাতিল।হাওড়া থেকে হরিপাল পর্যন্ত রবিবার সকালে চলবে কয়েকটি স্পেশাল ট্রেন।